হ্যালো বন্ধুরা, আজ আমরা আমাদের এই Good Morning Message in Bengali পোস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর বেঙ্গলি গুড মর্নিং মেসেজেস, যেটা আপনাদের খুব পছন্দ হবে। আপনি যদি ইন্টারনেটের উপর খুঁজে থাকেন কিছু সুন্দর গুড মর্নিং মেসেজেস ইন বেঙ্গলি, আপনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তাহলে এই পোষ্ট টি আপনার জন্য কারণ আমরা এখানে কিছু বাছাই করা গুড মর্নিং মেসেজেস নিয়ে এসেছি।
আপনি যদি আপনার প্রিয় বন্ধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কে সকালের গুড মর্নিং শুভেচ্ছা জানাতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে কিছু সুন্দর গুড মর্নিং মেসেজ এর। যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এর মাধ্যমে গুড মর্নিং শুভেচ্ছা জানাতে পারবেন।
আপনি যদি আপনার বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা কোন আপন মানুষ কে গুড মর্নিং শুভেচ্ছা পাঠান, তাহলে সেও আপনার প্রতি এট্রাক্টিভ হবে এবং আপনার প্রতি তার ভালোবাসা আরও গভীর হবে। তাই আমরা সবাই আমাদের প্রিয় মানুষ কে গুড মর্নিং, গুড নাইট এসএমএস শেয়ার করে থাকি। যে কারণে আমাদের ভালোবাসা আরও গভীর হয়।
আপনাদের এই কাজটি কে আরও সহজ করার জন্য আমরা ইন্টারনেটের উপর থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন বই থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টের থেকে বাছাই করা কিছু সুন্দর Good Morning Message in Bengali নিয়ে এসেছি আপনাদের জন্য।
গুড মর্নিং মেসেজেস ইন বেঙ্গলি | Best Good Morning Message in Bengali
1. Good Morning Quotes

আলো আঁধারের এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা….
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা…!!—শুভসকাল—
2. Message

তুমি না থাকলে তুমি না থাকলে সকালটা
এত মিস্টি হত না…!!—শুপ্রভাত—
3. Message
জেগেছে পাখি গাইছে গান,
নুতন দিনের আহবান,
জেগেছে সুর্য দিচ্ছে আলো,
দিনটা তোমার কাটুক ভালো,
জেগেছে মাজি তুলচে পাল,
সবাইকে জানাই শুভ সকাল…!!
4. Message
সূর্যের আলোয় ঘুম ভাঙালো ভোরের পাখি গান শুনালো…
দূর আকাশের ঝাপসা আলো কানে কানে বলে গেলো…সকাল যে হয়ে এলোতোমরা সবাই আছো ভালো…!!
—-শুভ সকাল—
5. Good Morning Message in Bengali Images
কালো রাতি গেল ঘুচে
আলো তারে দিল মুছে…!!
—রবীন্দ্রনাথ ঠাকুর—-সুপ্রভাত—-
6. Message

শিমুল গাছে কোকিল পাখি গাইছে মধুর গান…
আমার সব স্বপ্ন তোমায় ঘিরে, তুমি আমার প্রাণ…!!—-গুড মর্নিং—-
7. Message
তুমি না থাকলেতুমি না থাকলে
সকালটা এত মিস্টি হত না…!!—শুপ্রভাত—
8. Message

স্বপ্ন দেখার প্রহর শেষে ফিরলো পরি ঘুমের দেশে…
কালো মেঘের আড়াল থেকে সূর্য দিলো দেখা…
তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা…!!—-শুপ্রভাত—-
9. Message
ঘুম ভাঙ্গার সাথে সাথে
মনের মধ্যে প্রথম যা ভেসে ওঠে
সেটা টা হলো তোমার নাম,
শুভ সকালের ভালোবাসা…!!
10. Good Morning in Bengali

রাতের বুকে মাথা,
চাঁদ ঘুমায় মনের সুখে….
স্বপ্নের কোল ছেড়ে বন্ধু,
ভোরে উঠো হাসি মুখে…!!—-সুপ্রভাত—-
Read More>> Good Morning Wishes in Bengali- গুড মর্নিং উইশ ইন বেঙ্গলি
11. Message
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভোরের আলোয় নুতন গোলাপ ফোটা,
সকাল মানে নতুন আশায় বারিয়ে দেওয়া হাত…
আজ সকালে তোমায় জানাই নুতন সুপ্রভাত…!!
12. Message
চাঁদের এল ফিরে এলো,
তারা গুলি সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে তাড়িয়ে দিলো রাত
ভালোবেসে বন্ধু তোমায় জানায় সুপ্রভাত….!!
13. Message
নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ,
নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ…
স্বপ্ন গুলো পূর্ণ হোক। আকাশে সূর্য,
নিচে আলো, দিনটি তোমার কাটুক ভালো…!!
—শুভ সকাল—
14. Message
“মানুষ” অনেকটা একটা “দোকান”এর মতন…
আর তার মুখ হলো সেই দোকানের তালা…
তালা খুললেই বোঝা যায় যে
দোকানটা সোনার না কয়লার…!!
—সুপ্রভাত—
15. Good Morning Message in Bengali Text
আলো সূর্যের হোক কিংবা আশার,
দুটাই জীবনের অন্ধকার মুছে ফেলে…!!
—শুভসকাল—-
16. Message
সারাটা দিন একা একা আর ভালো লাগেনা…
মনের খাঁচায় মনটা আমার কেনো যে থাকেনা…
ছুটে বেড়ায় এই মন তোমার ওলী গলি…
সারাটা দিন আমি যে তোমায় মনে করি…!!
—-গুড মর্নিং—-
17. Message
সকাল হলো নয়ন খোলো ঘুম কে বলো আড়ি…
আমার এসএমএস পৌঁছে গেছে বন্ধু তোমার বাড়ি…
ফুলের গন্ধে ভরে উঠুক তোমার আজ সকাল…
তাইতো তোমায় জানাই মিষ্টি
শুভ সকাল…!!
18. Message
তুমি আমার আধার রাতের চাদের আলো,
তুমি আমার ভোরের আকাশের সূর্য…
তাই তোমায় জানাই শুভ সকাল,
দিনটা কাটুক তোমার অনেক ভালো…!!
19. Message
সকাল বেলায় আলোর ছোঁয়ায় পাখিরা করছো কতো খেলা…
আলোর ছোঁয়ায় কেটে যায় ওদের সারাবেলা…
সারাবেলা করবো খেলা শিশির ভেজা ঘাসে…
বন্ধু তুমি রেখো আমায় শুধু তোমার পাশে…!!
—–মর্নিং——
20. Good Morning Bengali Kobita

আমরা যাঁকে হেলায় ছিড়ি
সেও মেলায় হাত ,
সূর্যরাঙা ঊষার আলোয়
বলে সুপ্রভাত…!!
Read More>> Romantic Love Quotes in Bengali | রোমান্টিক লাভ কোটস
21. Message
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা,
সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা…
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা,
সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা…!!
—শুভ সকাল—
22. Message
আধার কেটে সকাল হলো,
ঊষার আলো ছড়িয়ে গেলো…
সূর্য মামা মিষ্টি হেসে,
সোনার কাঠি ছুঁয়ে গেলো…
ছোট্ট পাখি বললো এসে
ওঠো বন্ধু প্রভাত হলো…!!
23. Message
রাত গেলো ভোর হলো,
সব তারা নিভে গেলো,
স্বপ্নগুলো দূরে গেলো,
শুরু হলো নতুন দিন
সবাইকে জানাই…শুভসকাল…
24. Message
স্বপ্নের দুনিয়া থেকে ফিরে এস প্রিয়তম,
সকাল হয়ে গেছে, এবার উঠে পড়….!!
—শুভ সকাল—
25. Good Morning Message in Bengali for Friends

অন্যকে নয়,চেষ্টা করো নিজেকে হারানোর…
তবেই একদিন তুমি সফল হতে পারবে…!!
—সুপ্রভাত—
26. Message
ভালোবাসাকে বর্ণনা করা অসম্ভব,
কারণ – এটি একটি অফুরন্ত রহস্য…!!
—প্রভাত শুভেচ্ছা—-
27. Message
আমার সকাল তোমার ভালোবাসা নিয়ে শুরু হয়…
তাই সারাদিন আনন্দে কাটে…!!
—শুভ সকাল—
28. Message
তোমার জন্য কাটিয়ে দিবো আমি ছাড়া রাত…
যদি আমি পাশে পাই তোমার ওই হাত…
তোমার জন্য নিয়ে আসবো আমি তারার মেলা…
রোধ উঠেছে উঠে পরো, হয়েছে সকাল বেলা…!!
29. Message
তুমি এই পৃথিবীতে আমার জন্য
সবচেয়ে প্রিয়…
তাই আমি চাই তোমার প্রতিটা
সকাল সুন্দর হোক…!!
30. Shuvo Sokal Bangla SMS

সকাল হলো চোখ খোলো
ঘুম কে বলো আড়ি…
আমার SMS পয়েছে গেছে,
বন্ধু তোমার বাড়ি…
তাইতো তোমায় জানাই
মিষ্টি শুভ সকাল…!!
Read More>> Inspirational Quotes About Life in Bengali | ইনস্পিরেশনাল কোটস এবাউট লাইফ
31. Message
ফুল হয়ে যদি থাকো আমার বাগানে…
যত্ন করে রাখবো তোমায় আমারি মনে…
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল…
রোজ সকালে বলবো তোমায়
“শুভ সকাল”
32. Message
আলো আঁধারের এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা…!!
—-শুভসকাল—
33. Message
রাত পেরিয়ে হলো ভোর,
তোমার চোখে এখনো ঘুমের ঘোর…
উঠো বন্ধু উঠো, চোখটা মেলে দেখো,
কি অপূর্ব মিষ্টি সকাল, তোমাকে জানায়…
—শুভসকাল—
34. Message
আকাশ যতই মেঘলা হোক,
ভরসা রাখো নিজের উপর…
চিরকাল বাদলা দিন থাকে না…
রোদ নিশ্চই উঠবে…!!
—সুপ্রভাত—
35. Good Morning Message in Bengali with Images

আকাশে যখন সূর্য ওঠে
পাখিরা গান গায়,
ফুলেরা তাদের পাপড়ি মেলে
প্রজাপতিকে চায়…!!
36. Message
চোখ মেলে দেখো তুমি সকাল হয়ে গেছে….
আকাশের কোলে হারিয়ে গেছে চাঁদ আর তারা…
একবার ফোন অন তো করো, দিন কি শুরু হবে আমার…
গুড মর্নিং মেসেজ ছাড়া?
37. Message
নতুন সকাল নতুন আশা,
চারি দিকে ছাড়িয়ে পড়ুক সুখ ও ভালোবাসা….!!
—শুভ সকাল প্রিয়তমা—
38. Message
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
প্রতিটি মুহূর্ত তোমায় ভালোবাসি…!!
—-শুভ সকাল—-
39. Message
উঠে গেছে সূর্য, উঠেছে আলো
আজকের দিনটা তোমার কাটুক ভালো…
রাতের আধার চলে গেছে
নতুন একটা দিন পরে আছে…!!
—Good Morning—
40. Good Morning Message

তোমায় ছাড়া দুচোখ আমার
কিছুই ভাবতে না চায়…
তোমাকে সে রাখতে চায়
তার দুটি পাতায়…!!
—সুপ্রভাত—
Read More>> Life Motivational Quotes in Bengali | লাইফ মোটিভেশনাল কোটস ইন বেঙ্গলি
41. Message
সূর্যের আগমনে চারিদিক হয়ে গেলো আলো…
একটু আগে রাত্রি শেষ হলো…
মধুর কণ্ঠে পাখি গাইছে গান,
SmS দিয়ে জানাই দিলাম আমার অন্তরের টান…!!
—Good Morning—
42. Message
শুনে যাও ভোরের পাখি,
একটা কথা বলে রাখি…
আছে এক বন্ধু আমার,
মনে পরে সকাল বিকাল…
কিভাবে যে কাটলো রাত,
জানাই তাকে ‘সুপ্রভাত’…!!
43. Message
চাঁদের এল ফিরে এলো,
তারা গুলি সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে
তাড়িয়ে দিলো রাত।
ভালোবেসে বন্ধু তোমায় জানাই…
—সুপ্রভাত—
44. Message
আগামীকালের জন্যে অপেক্ষা করে বসে থেকো না,
আজকেই বাঁচো প্রাণ ভরে…
কারণ আগামীকাল আসে না কখনো…!!
—সুপ্রভাত—
45. Good Morning Message in Bengali Images Download

আজ সকলে ঘুম থেকে উঠেই আমি
ঈশ্বরের দেওয়া দুটো উপহার খুলেছি…
সেই দুটি হলো আমার চোখ…!!
—সুপ্রভাত—
46. Message
আজ আবার নতুন একটা দিন,
সুন্দর উজ্জ্বল একটা দিন…
আমি প্রার্থনা করি তোমার এই দিনটা
সফল ও সুন্দর হোক প্রিয়তম…!!
47. Message
যে কোনো কঠিন পরিস্থিতে
বা সমস্যাতে ধর্য্য রাখতে পারা মানে,
অর্ধেক সমস্যার সমাধান…!!
—সুপ্রভাত শুভেছা—
48. Message
রাত কাটবে দিন আসবে
সূর্য ঠাকুর তোমায় ভালোবাসবে…
রাত কেটে গেছে দিন এসে গেছে
আমায় দিয়ে তোমায়
Good Morning জানিয়েছে…!!
49. Message
জানো তুমি, কাল এত প্রশংসা করেছি
তোমার চাঁদের কাছে যে…
সে হিংসায় জ্বলে পুড়ে
সকালে সূর্য হয়ে গেছে…!!
—শুভ সকাল—
50. Good Morning with Rabindranath in Bengali
সবাই কে জানাই শীতের সকালের
কুয়াশা বেজা শীতল শুভেচছা…!!
—শুভ সকাল—
Read More>> Inspirational Quotes in Bengali | ইনস্পিরেশনাল কোটস ইন বেঙ্গলি
এখানে দেওয়া এই Good Morning Message in Bengali– গুড মর্নিং মেসেজেস ইন বেঙ্গলি গুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে, আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং আমাদের এই Good Morning Message in Bengali- গুড মর্নিং মেসেজেস ইন বেঙ্গলি গুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!
0 Comments