হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা কিছু Romantic Love Quotes in Bengali- রোমান্টিক লাভ কোটস আমাদের এই পোস্টে, যেটা আপনাদের খুব পসন্দ হবে।
প্রেমে থাকা মানে নিজের মধ্যে অন্য ব্যক্তির অংশেকে খুঁজে পাওয়া। যদি আপনি বিশ্বাস করেন যে কোনও ব্যক্তিকে সত্যই আপনি ভালোবাসেন, তবে আপনি আপনার নিজের মধ্যে তার জীবনের অংশ খুঁজে পাবেন। আপনি যদি কোনও ব্যক্তির প্রেমে পড়ে থাকেন, আপনি রোমান্টিক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন।
তবে Romantic Love Quotes in Bengali | রোমান্টিক লাভ কোটস সংগ্রহ আপনাকে সাহায্য করবে। আমাদের রোমান্টিক লাভ কোটস বাঙালি সংগ্রহটি এমনভাবে তৈরি করা হয়েছে যা এটি আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীর রোমান্টিক অংশটিকে পুনরায় জোরদার করতে পারবেন।
আমরা জানি আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসেন যদি আপনি সত্যই তার যত্ন করে থাকেন তবে কেন আপনার গার্লফ্রেন্ডকে একটি মিষ্টি রোমান্টিক লাভ কোটস প্রেরণ করবেন।
এই রোম্যান্টিক বাংলা বার্তাগুলি খুব সুন্দর এবং আপনার ভালবাসার অনুভূতি প্রকাশ করার জন্য একটি আদর্শ উপায়। আপনি এই রোম্যান্টিক বাংলা উদ্ধৃতিগুলি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিন বা হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণ করুন পারেন।
রোমান্টিক লাভ কোটস | Romantic Love Quotes in Bengali
1. Romantic Love Quotes Bengali

জীবন নিয়ে গল্প
লেখা খুব সহজ…
কিন্তু গল্পের মতাে করে
জীবন সাজানাে খুব কঠিন…!!
2. Quotes

ক্ষমাই যদি করতে না পারো,
তবে তাকে ভালোবাসো কেন?—রবীন্দ্রনাথ ঠাকুর
3. Quotes
মুচকি হেসে যখন তুমি,
বসো আমার কলে…
তোমায় আমি সোহাগ ভরে,
চুমু দেবো গালে….!!
4. Quotes
একটি প্রকৃত ভালবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক…
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু
যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন…!!
5. Romantic Love Quotes in Bengali for Girlfriend
তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেব আলো…
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন…
নদী যেমন দেয় মোহনা,
তোমার ই আমি তোমার উপমা…!!
6. Quotes

প্রেমে পড়লে বোকা
বুদ্ধিমান হয়ে ওঠে,
বুদ্ধিমান বোকা হয়ে যায়…!!
7. Quotes
যেদিন যখন তোমার চিঠি
আমার কাছে এলো…
হাতের কাছে যেনো আমার
সর্গ নেমে এলো…!!
8. Quotes

তোমারে যে চাহিয়াছে ভুলে
একদিন,
সে জানে তোমারে ভোলা
কি কঠিন…!!
—-কাজী নজরুল ইসলাম
9. Quotes
হতে পার তুমি মন থেকে দুরে তথাপি,
রয়েছো মোর নয়ন পুরে,
হয়তো তুমি নেই এই হৃদয়ে,
তবুও রয়েছো পরশের-ই ভিতরে
কারণ, ভালবাসি শুধুই তোমারে…!!
10. Bengali Romantic Love Quotes

আমি যদি চলে যাই’ নীল
আকাশের কাছে,
আমায় তুমি খুজে নিয়ো’
সন্ধা তারার মাঝে…
একা যদি লাগে তোমার’
মনে রেখো আমায়,
দক্ষিনা বাতাস হয়ে আমি’
ছুয়ে দিবো তোমায়…!!
Read More>> Bengali Whatsapp Status | বাংলা হোয়াটসঅ্যাপ স্টেটাস
11. Quotes
ভালোবাসার জন্য স্বার্থ
ত্যাগে কোন
ন্যায় অন্যায় বোধ
থাকে না…!!
—টেনিসন
12. Quotes
যদি বৃষ্টি হতাম…তোমার দৃষ্টি
ছুঁয়ে দিতাম…
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে
ধুয়ে দিতাম,
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায়
জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায়
অকারণে কষ্ট দিতে…!!
13. Quotes
নরমাল হাতের সুইট লেখে,
বন্ধু আমি ভেরী একা,
চাঁদের গাঁয়ে জোসনা মাখা….
মোনটা আমার ভিষন ফাকা,
ফাকা মোনটা পূরণ কর,
একটু আমায় স্বরন কর…!!
14. Quotes
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার
একটি চিহ্ন,
সবাই ভালোবাসি বলতে পারে…
কিন্তু যে অপেক্ষা করে
সেই ভালোবাসা প্রমাণ
করতে পারে না…!!
15. Rabindranath Tagore Romantic Love Quotes in Bengali
আকাশের নীল পাখি
দিয়ে তুমি আমাকে ফাঁকি…
আমি এখন সারাদিন বসে বসে
তোমার ছবি আকি…!!
16. Quotes
জীবন যেন একটা ফুল আর
জীবনের ভালোবাসা
হলো মধু স্বরূপ…!!
17. Quotes
ভালো একবার যখন
বেসেছি ছাড়বো
না আর হাল, আমি
তোমার পাশেই
আছি থাকবো চিরকাল….!!
18. Quotes
যৌবনে যার প্রেম হল না
তার জীবন বৃথা..!!
—শংকর
19. Quotes
ভালোবাসার জন্য
কালের প্রয়োজন নেই,
একটি মুহুর্তই যথেষ্ট…!!
20. Romantic Love Quotes

পাখিরা বাসা বাধে লতা
পাতা দিয়ে,
আর মানুষ বাধে
ভালবাসা দিয়ে…!!
Read More>> Bengali Good Night SMS Status- বাংলা গুড নাইট এস এম এস
21. Quotes
আমার তৃষ্ণা তোমার সুধা,
তোমার তৃপ্তি আমার সুধা…!!
—রবীন্দ্রনাথ ঠাকুর
22. Quotes
সুখ নামের ছোট্ট নৌকায়
আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে
কেউ হয়না রাজি…
এ জীবনে চলতে গিয়ে
পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি
তাই একা…!!
23. Quotes
ভালবেসে এই মন, তোকে
চায় সারাক্ষন,
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ…
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন…!!
24. Quotes
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই…
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই…!!
25. Sad Romantic Love Quotes in Bengali

মেয়েরা প্রথমবার যার
প্রেমে পড়ে,
তাকে ঘৃনা করলেও ভুলে
যেতে পারে না…
পরিষ্কার জল কাগজে
পড়লে দেখবেন
তা শুকিয়ে যাওয়ার পড়েও
দাগ রেখে যায়…!!
26. Quotes
যদি কখনো মনে হয় একা
যেখানেই থাকি না কেনো
দিবো তোমায় দ্যাখা
মনে যদি কষ্ট আসে…
থাকবো আমি তোমার পাশে
যদি কখনো কান্না পায়
মুছিয়ে দিবো জল
মনের অন্তরায়…!!
27. Quotes
আমার ধর্ম কোন ভোগোলিক
সীমার মধ্যে আবদ্ধ নেই…
আমার ধর্মের ভিত্তি হল
ভালবাসা এবং অহিংসা…!!
—-মহাত্মা গান্ধী
28. Quotes
তোমার হয়ে আছি আমি’
তোমার হয়ে থাকবো,
সারা জীবন তোমায় আমি’
ভালবেসে যাবো…
পাশে থেকো সারা জীবন’
দুরে যেয়ো না,
তোমায় ছারা একটুও আমার’
ভালো লাগে না…!!
29. Quotes
কোন কাছি বা দড়ি অত জোরে
আকর্ষণ করতে বা অত শক্ত করে
বাঁধতে পারে না,
প্রেম যা একটি মাত্র
সুতো দিয়ে পারে…!!
30. Bangla Quotes Romantic

হাতটি ধরেছি,
ছেঁড়ে দেবার জন্যে নয়
অনেক ভালবাসায়, অনেক…
যত্ন নিয়ে ধরেছি তোমার হাত
কথা দিলাম, আরো শক্ত করে
ধরে রাখবো তোমার হাত…!!
Read More>> Attitude Status in Bengali | অ্যাটিটিউড স্ট্যাটাস ইন বাংলা
31. Quotes
কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে
এক ধরনের দুর্বলতা আছে,
নিজেকে তখন তুচ্ছ এবং
সামান্য মনে হয়,
এই ব্যাপারটা নিজেকে
ছোট করে দেয়…!!
32. Quotes
পৃথিবীতে ভালোবাসা না পেয়ে
হয়ত বেঁচে থাকা যায়,
কিন্তু ভালো না বেসে বোধকরি
বেঁচে থাকা যায় না…!!
33. Quotes
চোখে আছে কাজল কানে
আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি
আমি ভালোবাসি…!!
34. Quotes
যে মানুষ যত বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও
থাকে বেশি…!!
35. Romantic Love Quotes in Bengali Boyfriend

হৃয়ের সীমানায় রেখেছি য়ারে
হয়নিবলা আজো তারে।
ভালোবাসি
বলতে গিয়ে ফিরে ফিরে আসি।
কি করে বুঝাবো তারে আমি
কতটা ভালোবাসি…!!
36. Quotes
প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে
কেউ শিল্পী হতে পারে না,
বড় জোর বিয়ে করতে পারে…!!
37. Quotes
চট করে কারো প্রেমে পড়ে
যাওয়া কাজের কথা না,
অতি রূপবতীদের কারও
প্রেমে পড়তে নেই,
অন্যেরা তাদের প্রেমে পড়বে,
তা-ই নিয়ম…!!
38. Quotes
যার মনটা পাথরের মতো শক্ত,
জীবনে তাকেই ভালোবাসো…
কারণ সেই পাথরে যদি
একবার ফুল ফোটাতে পারো,
তবে সেই ফুল শুধু
তোমাকেই সুবাশ দিবে,
আর কাউকে নয়…!!
39. Quotes
হাতে হাত ,কানের কাছে
মুখটি এনে বলে,
এসো না কাছে, দুজন
ভিজি আজ বৃষ্টির জলে…!!
40. Best Love Caption in Bengali

মনেতে আকাশ হয়ে রয়েছো
ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায়
লুকিয়ে…
থাকি যে বিভোর হয়ে শয়নে
স্বপনে,,
যেও না হৃদয় থেকে দূরে
হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই
তোমাকে…!!
Read More>> Bengali Quotes on Love | বাংলা কোটস অন লাভ
41. Quotes
যাকে ভালোবাসো তাকে
চোখের আড়াল করো না…
—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
42. Quotes
দু জন যদি সত্যি
পরস্পরকে
চাই তাহলে সারা পৃথিবী
চাইলেও
তাদের আলাদা করতে
পারেনা…!!
43. Quotes
সে এক সময় ছিল
আর এখন এক সময়…!
যার পুরাে পৃথিবী একসময়
আমি ছিলাম
এখন তার পৃথিবী
অন্য কেউ…!!
44. Quotes
কিছুটা সন্ধে নামুক
তোমার ঠোঁটে,
চোখ ভিজুক কান্নায়…
বন্ধ মুঠো থেকে কানিক
ধোয়া মিশুক আকাশে,
ভাঙা ছাদে তখন রাত্রি
নামার অপেক্ষা…!!
45. Romantic Love Quotes in Bengali Download

অভিমান সে যতোই করুক
যেতে দিওনা তাকেঅনেক
রাগের পরেও যে আড়চোখে
তোমার খেয়াল রাখে…!!
46. Quotes
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত,
এ কথা যদি সে জানতো…!!
47. Quotes
ভালোবাসা হল প্রজাপতির মত,
যদি শক্ত করে ধর মরে যাবে…
যদি হালকা করে ধর উড়ে যাবে
আর যদি যত্ন করে ধর
কাছে রবে…!!
48. Quotes
যে ভালবাসা বুঝেনা ,
তাকে ভালবাসা শিখাতে
যাবেন না…
কারন সে ভালবাসা শিখবে
আপনার কাছে,
কিন্তু ভালবাসবে অন্য জনকে,
আর নিঃশব্দ ভাবে কষ্ট
পাবেন আপনি…!!
49. Quotes
তুমিহাসলে আমার ঠোঁটে হাসি
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমাই অনুরাগে…
বলো কীভাবে বোঝাই ভালোবাসি??
50. Love Lines in Bengali
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই…
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই…!!
Read More>> Bengali Life Quotes- বেঙ্গলি লাইফ কোটস
এখানে দেওয়া এই Romantic Love Quotes in Bengali- রোমান্টিক লাভ কোটস ইন বেঙ্গলি গুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে, আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং আমাদের এই Romantic Love Quotes in Bengali- রোমান্টিক লাভ কোটস ইন বেঙ্গলি গুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!
0 Comments