হ্যালো বন্ধুরা, আজ আমরা আমাদের এই Good Morning Wishes in Bengali পোস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর গুড মর্নিং উইশ ইন বেঙ্গলি, যেটা আপনাদের খুব পছন্দ হবে। আপনি যদি ইন্টারনেট এর উপর খুঁজেছেন কিছু সুন্দর গুড মর্নিং উইশ ইন বেঙ্গলি তাহলে এ পোস্ট আপনার জন্য।
কারণ এখানে আমরা বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডএবং অন্য যেকোনো কাছের মানুষকে Good Morning Wishes পাঠানোর জন্য সুন্দর Good Morning Wishes নিয়ে এসেছি।যেটা আপনি এখান থেকে ফটো ডাউনলোড করে বা টেক্সট কপি করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইন্সটাগ্রাম এর মাধ্যমে শেয়ার করতে পারেন।
আমরা এখানে যতগুলো Good Morning Wishes দিয়েছে সেইগুলো অনেক ওয়েবসাইট, বই এবং সোশ্যাল মিডিয়া একাউন্ট এর উপর থেকে নিয়েছি। আমাদের আশা কি আপনাদের এটা পড়ার পরে খুব ভালো লাগবে এবং আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
গুড মর্নিং উইশ ইন বেঙ্গলি | Good Morning Wishes in Bengali
1. Good Morning Wishes
দুটি মনের একটি আসা
তাই নিয়ে ভালোবাসা….
ভালোবেসে আমার মন
তোমায় ডেকেছে বন্ধু…
এখন উঠে পরো, সকাল হয়েছে….!!
—শুভ সকাল—
2. Status
হিম শীতল সকালে, রং তুলির চাদরে….
ঢাকা সূর্য আলোতে যদি ঘুম ভাঙে তোমার…
মন এ করবে
প্রথম গুড মর্নিং উইশ তা ছিল just আমার…!!—শুভ সকাল—
3. Status
স্বপ্ন দেখেছি কাব্য করেছি
মনে মনে তার ছবি এঁকেছি…
এই ছবিটা মনের গভীরে
অনেক যত্নে সাজিয়ে রেখেছি…!!
—শুভ সকাল—
4. Status
স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরলো পরি ঘুমের দেশে
কালো মেঘের আড়াল থেকে, সূর্যো দিলো দেখা…
তাকে দেখো ভোরের আলোয়, নতুন স্বপ্ন লেখা…!!
—সুপ্রভাত—
5. Good Morning Wishes in Bengali for Friend
ফুল হয়ে যদি থাকো আমার বাগানে…
যত্ন করে রাখবো তোমায় আমারি মনে…
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল…
রোজ সকালে বলবো তোমায়…..—শুভ সকাল—
6. Status
টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ,
ঝিরি ঝিরি বাতাসের মৃধু মৃধু গন্ধ…
মিটি মিটি তারাদের লুকো-চুরি খেলা,
এই নিয়ে ভালো থেকো সারা বেলা….!!
—শুভ সকাল—
7. Status
এই মন খোঁজে তোমায়
মন আকাশের নীলিমায়…
আকাশে বাড়িয়ো হাত
তোমায় জানাই সুপ্রভাত…!!
8. Status
আলো আঁধারের এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা…!!—শুভসকাল—
9. Status
প্রেম মানে কাছে আসা
প্রেম মানেই ভালোবাসা
প্রেম মানে চাওয়া পাওয়া
প্রেম মানেই দূরের পথে এগিয়ে যাওয়া
প্রেম মানে থাকবো ভালো
প্রেম মানেই ভোরের আলো….!!
—সুপ্রভাত—
10. Bengali Good Morning SMS
গাছের ডালে ডাকছে পাখি
ভোর হয়েছে খুলো আঁখি…
নেমে এলো সূর্যের আলো
কাটিয়ে দিয়ে রাতের কালো…!!
—সুপ্রভাত—
Read More>> Romantic Love Quotes in Bengali | রোমান্টিক লাভ কোটস
11. Status
মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া
মেঘের আবার আশা যাওয়া…
মধুর সকাল নরম এল
দিনটি তোমার কাটুক ভালো….
Happy হোক তোমার আজকের দিন
জানাই তোমাকে….—Good Morning—
12. Status
শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি…
আছে এক বন্ধু আমার, মনে পরে সকাল বিকাল…
কিভাবে যে কাটলো রাত, জানাই তাকে…
—সুপ্রভাত—
13. Status
নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ,
নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূর্ণ হোক…আকাশে সূর্য, নিচে আলো,
দিনটি তোমার কাটুক ভালো…!!
—শুভ সকাল—
14. Status
আলো আঁধারের এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা…!!—শুভসকাল—-
15. Good Morning Wishes in Bengali Images
এসেছি আমি ভোরের পাখি
বলছে তোমায় খোলো দুটি আঁখি…!!
—গুড মর্নিং—
16. Status
রাত গেলো ভোর হলো, সব তারা নিভে গেলো,
স্বপ্নগুলো দূরে গেলো, শুরু হলো নতুন দিন
সবাইকে জানাই….—শুভসকাল—
17. Status
রাত গেলো ভোর হলো, সব তারা নিভে গেলো,
স্বপ্নগুলো দূরে গেলো,
শুরু হলো নতুন দিন সবাইকে জানাই…!!—শুভসকাল—
18. Status
নতুন দিনে নতুন ভাবে খেলবে এই প্রাণ
নতুন দিনকে সবাই মিলে করো আহবান
এই প্রাণে বাসা করে থাকবে যে তুমি
নতুন দিনে খেলবো সবাই সাথে মাতৃভূমি….!!—-গুড মর্নিং—-
19. Status
চাঁদের এল ফিরে এলো,
তারা গুলি সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে তাড়িয়ে দিলো রাত
ভালোবেসে বন্ধু তোমায় জানায় সুপ্রভাত….!!
20. Shuvo Sokal Bangla Photo
সূর্য মামা রাত কাটিয়ে দিলো দিনের আলো
সারাটা দিন তোমার যেনো কাটে অনেক ভালো…!!
—Good Morning—
Read More>> Inspirational Quotes About Life in Bengali | ইনস্পিরেশনাল কোটস এবাউট লাইফ
21. Status
সূর্য আগমনে চারিদিকে হয়ে গেলো
একটু একটু রাত্রির শেষ
মধু সুরে ডাকছে পাখি
SMS টা দিয়ে জানিয়ে দিলাম আমার অন্তরের…—Good Morning—
22. Status
যখন হিমের হাওয়া পাতা ঝরিয়ে
ডাকবে তোমার খোলা জানালা দিয়ে…
পাখিরা ওকে ডেকে দূর শহরে
হারিয়ে যাবে মন তোমার পথ হারিয়ে…!!—শুভ সকাল—
23. Status
সূখের জন্য স্বপ্ন দুঃখের জন্য হাসি,
দিনের জন্য আলো চাঁদের জন্য নিশি,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিলো আমার “ভালোবাসা”….!!
—শুভ সকাল—
24. Status
রাত পেরিয়ে হলো ভোর,
তোমার চোখে এখনো ঘুমের ঘোর,
উঠো বন্ধু উঠো, চোখটা মেলে দেখো,
কি অপূর্ব মিষ্টি সকাল, তোমাকে জানায়…!!
—শুভসকাল—
25. Good Morning Wishes in Bengali With Images
সূর্যের আলো ঘুম ভাঙালো,
ভোরের পাখি গান শুনালো,
দূর আকাশের ঝাপসা আলো,
কানে কানে বলে গেলো,
বন্ধু কি আছো ভালো?
সকাল যে হয়ে গেলো…!!
—শুভসকাল—
26. Status
গাইছে গান ভোরের পাখি
সকাল বিকাল তোমার কথাই মনে রাখি
কেটে গেলো একটা রাত
সকাল বেলায় জানাই সুপ্রভাত…!!
27. Status
চাঁদের এল ফিরে এলো,
তারা গুলি সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে তাড়িয়ে দিলো রাত….
ভালোবেসে বন্ধু তোমায় জানায় সুপ্রভাত….!!
28. Status
ভোরের স্নিগ্ধ তা নিয়ে
তোমায় জানাতে এলাম সুপ্রভাত…!!
29. Status
তোমার জন্য জোসনা রাত, রূপালী চাঁদ…
তোমার জন্য তারার মেলা, মিষ্টি সকাল বেলা…!!
—শুভসকাল—
30. Good Morning in Bengali Language
ভোর বেলাতে পাখিরা সব ডাকছে হেস হেস
ঘুম ভাঙিয়ে উঠে পরো, সকাল হয়েছে…!!
—শুভ সকাল—-
Read More>> Life Motivational Quotes in Bengali | লাইফ মোটিভেশনাল কোটস ইন বেঙ্গলি
31. Status
যদি তুমি হাতে রাখো হাত
আনবো আমি দেখে নতুন এক প্রভাত….
করবো শুরু নতুন করে আরো একটি দিন
বন্ধু তোমায় জানাই….
—-A happy Good Morning—-
32. Status
প্রভাতের বাতাসে উড়ছে পাখি আকাশে
রাতের কালো মুছে গেল সূর্যের প্রকাশে…!!—শুভ সকাল—-
33. Status
সবাই কে জানাই শীতের সকালের
কুয়াশা বেজা শীতল শুভেচছা….!!
—শুভ সকাল—
34. Status
শুভ সকাল শান্ত মন তোমরা সবাই আছো কেমন?
রাত পোহালো ভোর হলো, আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাটাদিন… তোমাকে জানাই গুডমর্নিং…!!
35. Good Morning Wishes in Bengali Text
সূর্য মামার প্রথম আলোয়
শেষ হয়ে এলো রাত
এক কাপ চা এর সাথে
জানাই সুপ্রভাত…!!
36. Status
আজ সকালে ঘুম ভাঙল
একটি পাখির ডাকে…
উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে,
প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো….
ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল….!!—সুপ্রভাত—
37. Status
শিশির ভেজা দূর্বা ঘাসে,
শিশির কণা বলছে হেসে,
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমায় শুভ রাত…!!
38. Status
সকালবেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে,
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে…
আমিতো আর পাখি নই বলব উড়ে উড়ে,
বলছি তাই শুভ সকাল এসএমএস করে…!!
—শুভ সকাল—
39. Status
গান শুনালো ভোরের পাখি, এতক্ষণ কেউ ঘুমায় নাকি…!
আমি তোমায় কত ডাকি এবার একটু খোল আঁখি…
কেটে গেল রাত্রিকাল, তোমায় জানাই…!!
—শুভ সকাল—
40. Suprovat in Bengali
রাত্রি শেষে সকাল হলো
ঘুম ভাঙিয়ে চোখটি খোলো
পাখিরা সব গাইছে গান
তুমি শুধু আমার প্রাণ…!!
—শুভ সকাল—
Read More>> Inspirational Quotes in Bengali | ইনস্পিরেশনাল কোটস ইন বেঙ্গলি
41. Status
অন্ধ্রকার রাত চলে গেছে
নতুন সকাল সামনে আছে…
আসলো সকাল গেলো রাত
আমি তোমায় জানাই…!!—সুপ্রভাত—
42. Status
পাখির গানে সুর ধরিযে
ফুলে ফুলে মনে ভরিয়ে
দিগন্তের ওই দূর আকাশে
সূর্যটা ঐ মুচকি হাসে…!!
—গুড মর্নিং—
43. Status
শিশির ভেজা দুর্বা ঘাসে,
শিশির কনা বলছে হেসে…
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমাদের সুপ্রভাত…!!
44. Status
ভোরের প্রথম সোনালি আলো,
স্বপ্ন গুলো জাগিয়ে গেল….
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোঁয়ায়…
ফুটলো সকাল কাটলো রাত…
তোমাকে জানাই সুপ্রভাত….
45. Good Morning Wishes in Bengali Download
তোমার চোখটা একটু খুলে দেখো
বলছি তোমায় ভালো থেকে,
সূর্য মামার মিষ্টি হাসি ফুল ফুটেছে রাশি রাশি,
শুভ হোক আজকের দিন, বলছি তোমায়…!!
—শুভ সকাল—
46. Status
ভোরের প্রথম আলো যেমন সুন্দর,
ভোরের হাওয়া যেমন স্নিগ্ধ…
ভোরের পাখির ডাক যেমন মধুর,
তেমনি সুন্দর হোক তোমার জীবন…!!
—শুপ্রভাত—
47. Status
সকালবেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে,
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে..
আমিতো আর পাখি নই বলব উড়ে উড়ে,
বলছি তাই শুভ সকাল এসএমএস করে…!!—শুভ সকাল—
48. Status
প্রতিদিন সকালে তোমার কাছে
দুটো পথ খোলা আছে !
ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে
অথবা জেগে উঠে স্বপ্নটার পিছনে দৌড়ানো…
তোমার মর্জি কোন পথে যাবে…!
—সুপ্রভাত—
49. Status
রাতের বুকে মাথা রেখে, চাঁদ ঘুমায় মনের সুখে,
স্বপ্নের কোল ছেড়ে বন্ধু, ভোরে উঠো হাসি মুখে…!!
—মিষ্টি সুপ্রভাত নিয়ে—
50. Shuvo Sokal Bangla
উঠে গেছে সূর্য, উঠেছে আলো
আজকের দিনটা তোমার কাটুক ভালো
রাতের আধার চলে গেছে
নতুন একটা দিন পরে আছে…!!—শুপ্রভাত—
Read More>> Bengali Whatsapp Status | বাংলা হোয়াটসঅ্যাপ স্টেটাস
এখানে দেওয়া এই Good Morning Wishes in Bengali- গুড মর্নিং উইশ ইন বেঙ্গলি গুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে, আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং আমাদের এই Good Morning Wishes in Bengali- গুড মর্নিং উইশ ইন বেঙ্গলি গুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!
0 Comments