হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য সেরা কিছু Heart Touching Love Quotes in Bengali- হার্ট টাচিং লাভ কোটস ইন বেঙ্গলি এর বেস কিছু Status নিয়ে এসেছি আমাদের এই পোস্টে, যেটা আপনাদের খুব পসন্দ হবে এবং আপনি যদি কারো প্রেমে পড়ে থাকেন তাহলে এই স্ট্যাটাস গুলো আপনার অনেক কাজে আসতে পারে। আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে Whatsapp, Facebook এর মাধ্যমে পাঠাতে পারবেন।
একজন মানুষ যখন প্রেমে পড়ে, তখন তার ভেতরে অনেক প্রকারের চেঞ্জ আসে। সে নিজেই জানে না সে কি করছে, সে কখনো হাসতে থাকে, আবার সে কখনো রোমান্টিক হয়ে যায় এবং নানা প্রকারের পাগলামি করতে থাকে। আর তখন মানুষ ভাবে কি এ তো পাগল হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে সে পাগল নয় সে প্রেমে পড়েছে।
আর তখন সে তাঁর প্রেমিক বা প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে থাকে। সে কখনো তাকে গান গাইয়ে শোনায় বা কখনো SMS পাঠিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করেন, তাকে সব সময় সে খুশি রাখতে চায়।
কিন্তু SMS পাঠাতে গেলে আমাদের SMS কষ্ট করে লিখতে হয় এবং সবসময় আমরা SMS লিখতে পারিনা। তাই আমরা Shayari, Quotes এবং Status এসব পাঠিয়ে আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করি। আমরা খুব সহজেই স্ট্যাটাস পাওয়ার জন্য ইন্টারনেট এর উপর খুঁজতে থাকি, যাতে আমরা অতি সহজে এবং জলদি SMS পাঠাতে পারি।
তাই বন্ধুরা আপনাদের সময় বাঁচানোর জন্য এবং আপনাদের যাতে কষ্ট না হয় সেই কারণে আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু Heart Touching Love Status in Bengali. যেটা আপনি অতি সহজে এখান থেকে কপি করে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পাঠাতে পারবেন।
আমরা অনেক কষ্ট করে অনেক ওয়েবসাইট এবং বই এর থেকে কতগুলো স্ট্যাটাস নিয়ে এসেছি আমাদের এই পোস্টে। যেটা আপনার খুব পছন্দ হবে এবং আপনি এখান থেকে কপি করে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কে অতি সহজেই পাঠাতে পারবেন।
হার্ট টাচিং লাভ কোটস ইন বেঙ্গলি | Heart Touching Love Quotes in Bengali
1. Heart Touching Love Quotes
আমি আজ সাথে থাকার মানুষটিকে খুঁজছি না,
আমি এমন ভালবাসা খুঁজছি
যা ছাড়া আমি বাঁচতে পারবো না…!!
2. Quotes
হৃদয় টা হারিয়ে গেছে
যখন আমি দেখেছি তোমাকে,
তখন থেকে এ হৃদয় তোমার হয়েগেছে…!!
3. Quotes
আমি তো শুধু একটি ভাল বন্ধু চেয়েছিলাম,
জানিনা ও কিভাবে জীবন হয়ে গেল…!!
4. Quotes
জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়,
কিন্তু যদি এক জনের সাথে চলা যায়…
বাকি পথ চলা খুব কঠিন…!!
5. Heart Touching Love Quotes in Bengali Images
ভালোবাসা জিনিসটা কোনওদিন
বেধে রাখতে নেই,
খোলা আকাশে ছেড়ে দিতে হয়,
যাতে সে অনেকটা পথ ধরে
নিজেকে মেলে ধরতে পারে…!!
6. Quotes
কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো,
যাতে তার জীবনে অন্য কারোর
ভালোবাসা প্রয়োজন না পড়ে…!!
7. Quotes
প্রিয়তমা কাছে এসো
আর দূরে থেকো না …
পাব কাছে কবে আমি
ঠিক করে বলো না…!!
8. Quotes
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই,
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই…!!
9. Quotes
হৃদয় খুলে সপে দিলাম তোর ই চরণে
ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে,
অনিচ্ছাতে ছুড়ে ফেলিস তোর বাগানে…!!
10. Bengali Heart Touching Quotes
মিষ্টি প্রেম তো সেগুলোই
যেখানে ভালোবাসার মানুষ
এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়…!!
Read More>> Emotional Quotes in Bengali- ইমোশনাল কোটস ইন বেঙ্গলি
11. Quotes
কিরে এখনো ওকে ভালবাসিস?
এখনো ভালোবাসি কিনা জানিনা,
তবে ওকে ভালোবাসার পর
অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে…!!
12. Quotes
কখনও কখনও একা থাকা ভাল,
কেউ আপনাকে ক্ষতি করতে পারে না…!!
13. Quotes
প্রকৃত ভালোবাসা তো সেটাই
যাদের রাগ করতেও…
যেমন দেরি হয় না
আবার রাগ ভাঙতেও দেরি হয় না…!!
14. Quotes
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জুরা কানের দুলে…
রোদ মাখানো সকাল জমে
তুমি আমায় বাস ভালো।..!!
15. Heart Touching Love Quotes in Bengali Images Download
যে মানুষ যত বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি…!!
16. Quotes
যখন তোমার চিঠি পাই জাইগা আসে মনে,
তখন আমি ভালোবাসা বুঝি মনে প্রাণে
17. Quotes
জীবন নিয়ে গল্প
লেখা খুব সহজ,
কিন্তু গল্পের মতাে করে
জীবন সাজানাে খুব কঠিন…!!
18. Quotes
প্রেমের কোনাে বয়স নেই তেষট্টি কিংবা তেরাে,
মনের মিল হয়ে গেলেই হাত ধরতে পারাে…!!
19. Quotes
প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না,
বড় জোর বিয়ে করতে পারে…!!
—ওয়াশিংটন অলসটন
20. Heart Touching Bengali Quotes
তোমায় যতোই দেখি ততোই
তোমার প্রতি
প্রেম প্রেম ফিলিংসটা বাড়তেই থাকে…!!
Read More>> Success Motivational Quotes in Bengali- সাকসেস মটিভেশনাল কোটস ইন বেঙ্গলি
21. Quotes
মুচকি হেসে যখন তুমি
বসো আমার কলে…
তোমায় আমি সোহাগ ভরে
চুমু দেবো গালে…!!
22. Quotes
একা চলতে শিখে গেছি
এখন জানি একা চলার টাইম
আমাকে শক্তিশালী করে তোলে…!!
23. Quotes
আমার ভালোবাসায় কোন জটিলতা ছিলো না
জটিলতা ছিলো তোমার মনের ভিতরে,
ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি
তুমি আমাকে ছেরে চলে গেছো…!!
24. Quotes
ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে…
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসে…!!
25. Heart Touching Love Quotes in Bengali for Girlfriend
তুমি আমার জীবনের এমন জায়গায় আছো
যে হাজার কষ্ট দিলেও
আমি তোমাকে কোনদিন ও ভুলতে পারবো না…!!
26. Quotes
বৃষ্টি এলো বঙ্গে, নাচো মনের আনন্দে,
সারাদিন মেঘলা, মনটা বড়ো একলা,
পেতে চাই কাউকে, বন্ধু হতে চাই যে…!!
27. Quotes
তোমার লেখা চিঠিখানি যখন হাতে পাই
মনে হয় আমার মতো সুখি কেউ নেই…!!
28. Quotes
ভালবাসার রূপ ভিন্ন,
মানুষ যেমন দেখে সেইরকম করে প্রকাশ করে…
যে ভালবাসা যত গোপন,
সেই ভালবাসা তত গভীর…!!
29. Quotes
আমার মন গিয়েছে চুরি, ওগাে মন গিয়েছে চুরি…
তার ঠোটের কোণে একটু হাসি আমি ভুলতে’
যে না পারি…!!
30. Heart Touching Quotes in Bengali
ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই,
একটি মুহুর্তই যথেষ্ট…!!
Read More>> Bengali Quotes About Life- বাংলা কোটেস এবাউট লাইফ
31. Quotes
একমাত্র একা মানুষ গুলোই জানে
আঁধারের মধ্যে আবেগ লুকানো আছে…
যা কখনো আলোয় প্রকাশিত হবে না
অন্ধকারেই রয়ে যাবে…!!
32. Quotes
কিছু লোক আপনার জীবনে আসে
আপনার জীবনটা নষ্ট করে,
তারপর চলে যায়…!!
33. Quotes
তোমায় আমি বাসবো ভালো
যেমন তুমি বাসবে…
তা না হলে অবশেষে
আপশষে দিন কাটবে…!!
34. Quotes
পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ,
কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া…!!
35. Heart Touching Love Quotes in Bengali for Boyfriend
শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন,
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ…!!
36. Quotes
যারা ভালবাসা নিয়ে খেলা করে
তারাই ভালবাসা পায়,
আর যারা মন থেকে ভালবাসে
তারা পায় অবহেলা…!!
37. Quotes
তুমি মিষ্টি মিষ্টি বলেই আমি দুষ্টু হয়েছিলাম,
মিছিমিছি প্রিয়ে আমি পাবলিকের ধােলাই খেলাম…!!
38. Quotes
পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত
বেঁচে থাকা যায়,
কিন্তু ভালো না বেসে বোধকরি
বেঁচে থাকা যায় না…!!
39. Quotes
মুচকি হেসে যখন তুমি বসো আমার কলে,
তোমায় আমি সোহাগ ভরে চুমু দেবো গালে…!!
40. Bengali Heart Touching Lines
ওই শোন না,
চল বিয়ে করে নি…!
Read More>> Whats App Status in Bengali- বাংলা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস
41. Quotes
প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান,
২টি পাখির ১টি নীর, ১টি নদীর ২টি তির,
২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা…!!
42. Quotes
অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই …!!
43. Quotes
আমি তোমার কাছে বড়ো বড়ো
উপহার চাইনা তুমি
শুধুমাত্র আমার হয়ে যাও,
আমি শুধু তোমাকে চাই…!!
44. Quotes
দিনের শেষে আসে রাত
রাতের শেষে ঊষা…
কবে তোমায় পাব দেখা
পাইনা খুঁজে দিশা…!!
45. Heart Touching Love Quotes in Bengali for Facebook Status
প্রথমে কষ্ট হলেও
এখন একা একাই পথ চলে এসেছি
আর কাউকে হাত ধরার প্রয়োজন হয় না…!!
46. Quotes
ভালোবাসা মানে,
সকাল বেলা ঘুম থেকে উঠে
সবার আগে
ভালোবাসার মানুষটিকে ছোট্ট একটা
Good Morning মেসেজ পাঠানো…!!
47. Quotes
তোমায় আমি বাসবো ভালো যেমন তুমি বাসবে,
তা না হলে অবশেষে আপশষে দিন কাটবে…!!
48. Quotes
মণ্ডামিঠাই ভালাে লাগে না
যেদিন বেসেছি তােমায় ভালাে,
এখন, তুমি না কাছে এলে,
মনে হয় দুনিয়াটাই কালাে…!!
49. Quotes
ওঠো নৌকায় চলাে যাই গঙ্গাবক্ষে ঘুরি,
আমি তােমার শুকপাখি তুমি আমার সারি…!!
50. Heart Touching Lines in Bengali
যেদিন তােমায় প্রথম দেখি
যেন একটি গােলাপ ফুল,
আজ বুঝেছি,
বড় বােকা আমি, করেছি সব ভুল…!!
Read More>> Whatsapp Status in Bengali- হোয়াটসঅ্যাপ স্টেটাস ইন বাঙ্গালী
এখানে দেওয়া এই Heart Touching Love Quotes in Bengali– হার্ট টাচিং লাভ কোটস ইন বেঙ্গলি Status গুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে, আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং আমাদের এই Heart Touching Love Quotes in Bengali- হার্ট টাচিং লাভ কোটস ইন বেঙ্গলি Status গুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!
0 Comments